বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বন্যপ্রাণীকে শত্রু বা ভোগের পণ্য ভাবা ঠিক নয়। বন ও বন্যপ্রাণী দুটোকেই রক্ষা করতে হবে। তাহলেই আমরা সুন্দর পরিবেশ ফিরে পাবো। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়ার ফলে মানুষের মধ্যে এখন অনেক সচেতনতা এসেছে।