দক্ষিণ কোরিয়ার মাননীয় প্রধানমন্ত্রী H. E. Lee Nak Yon এর আগমন উপলক্ষে National lnstitute of Advance Nursing Education and Research (NIANER) বৃক্ষ রোপণ ও স্থানীয় স্কুলের মেয়েরা নৃত্যের তালে তালে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। সাথে উপস্থিত ছিলেন ঢাকা ৯ আসনের মাটি ও মানুষের নেতা মুগদা, সবুজবাগ ও খিলগাঁও এলাকার গর্ব ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী এমপি।