রাজধানীর মুগদা থানাধীন উত্তর-দক্ষিণ মাণ্ডা এলাকা এক দশক আগেও ছিল অনেকটাই গ্রামপ্রধান। তাই গড়ে উঠছিল কোনো পরিকল্পনা ছাড়াই। শুধু তাই নয়, অনেকে রাস্তার জায়গা দখল করে বাড়ি ও দোকানপাটও তুলেছিলেন। আশার কথা, কিছুদিন ধরে এ এলাকায় রাস্তা দখল করে নির্মিত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থা নয়, স্থানীয় অধিবাসীরা নিজেরাই উদ্যোগী হয়ে মাঠে নেমেছেন। স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরীর পক্ষ থেকে কয়েক দফায় মা-াজুড়ে মাইকিং করা হয় অবৈধ স্থাপনা উচ্ছেদের। এ মাইকিংয়ে সাড়া দিয়ে এলাকাবাসী স্বপ্রণোদিতভাবেই শুরু করেছেন উচ্ছেদ অভিযান।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ