স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টের কথা উল্লেখ করে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রতি বছর বাংলাদেশে তামাকের কারণে ১ লাখ ৬০ হাজার মানুষ অকালে মারা যান। আমরা কোভিডের জন্য কত কিছু করলাম, বাংলাদেশ বিশ্বের ৫-৬টি দেশের মধ্যে থেকে এটা প্রতিরোধ করল। এই কোভিডে এ দেশে মৃত্যুর সংখ্যা ৩০ হাজারের নিচে রাখতে সমর্থ হয়েছি আমরা। অথচ তামাকের কারণে বছরে ১ লাখ ৬০ হাজার লোক মারা যাচ্ছে। এর ফলে ক্ষতি হচ্ছে বছরে ৩০ হাজার কোটি টাকা, আর তামাকের ট্যাক্স পাচ্ছি ২২ হাজার কোটি টাকা। এখানে জীবনের মূল্যের বিষয়টি ধরছে না কেউ। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট প্রস্তাবনার ওপর বক্তব্যে তিনি এসব কথা বলেন।