সংসদীয় কমিটি মাত্রাতিরিক্ত দূষণ সৃষ্টির দায়ে সাভারে ট্যানারি শিল্প বন্ধ করতে একাধিকবার সুপারিশ করলেও তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ রবিবার (১৭ জুলাই) অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে কিছুটা পিছু হটে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার সুপারিশ করা হয়েছে। অবশ্য সংসদীয় কমিটি দাবি করেছে, তারা তাদের কঠোর অবস্থান থেকে পিছ পা হয়নি। তবে বন ও পরিবেশ মন্ত্রণালয় হয়তো সরকারের আরেকটি মন্ত্রণালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিব্রতবোধ করছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমন তথ্য জানান।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ