প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা পিছিয়ে যেতে চাই না। গতকাল শনিবার সকালে রাজধানীর মানিকনগর মডেল হাই স্কুল অডিটোরিয়ামে মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের বুথ ভিত্তিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও আইডি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।