আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের নতুন মন্ত্রিসভার প্রথম কার্যদিবস গেল গতকাল। প্রথম দিন স্বাভাবিকভাবেই ছিল পরিচয়, অভিনন্দন আর ফুলগ্রহণ-পর্বের। প্রথম দিন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা মন্ত্রণালয়ে বৈঠক করেছেন, মন্ত্রণালয়ের দায়িত্বশীলেরা সামগ্রিক অবস্থা তোলে ধরেছেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন, দায়িত্ব পালনে চেয়েছেন সকলের সহযোগিতা। চাওয়া-পাওয়ার এই পর্ব মন্ত্রিসভায় আসা নতুন সদস্যদের ক্ষেত্রে। পুরনোদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এটা ছিল না, তবে ছিল ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় আর প্রত্যাশা। আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার এবারের স্লোগান—‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’। স্মার্ট বাংলাদেশের দিকে যে অভিযাত্রা সরকারের তাতে প্রাণ সঞ্চার করবে নতুন মন্ত্রিসভা। নতুন-পুরনোর সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের এগিয়ে যাওয়া সম্ভব হবে এমন প্রত্যাশা সকলের। নতুন মন্ত্রিসভায় আসা অর্ধেকের বেশি সদস্যের ক্ষেত্রে দায়িত্ব নতুন যেমন, তেমনি তাদের জন্যে চ্যালেঞ্জেরও। বিবিধ চ্যালেঞ্জের সঙ্গে আমলাতন্ত্রকে মোকাবেলা করাও তাদের জন্যে আরেক চ্যালেঞ্জ। এখানে সফল না হলে চলবে না তাদের!

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ