শপথ নেওয়ার পর প্রথম রবিবার কর্মদিবসে নতুন সরকারর মন্ত্রিসভার সদস্যরা বলেছেন, দেশকে এগিয়ে নিতে তারা সবাই কাজ করবেন। বিশ্লেষকরা বলছেন, মর্নিং শোজ দ্য ডে। শুরুতে মন্ত্রী প্রতিমন্ত্রীরা কী ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটাই আগামীর শক্তি হিসেবে কাজ করবে। পুরো মন্ত্রী পরিষদ নিয়ে আশান্বিত হওয়ার অনেক কারণ আছে। এরইমধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন, দেশি-বিদেশি চাপ আছে। এগুলো অতিক্রম করার সাহস ও সামর্থ্য দুই-ই আওয়ামী লগের আছে। অর্থমন্ত্রী বলেছেন, অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। সবাইকে নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী বলেছেন, আগামী সাত দিনের মধ্যে ১শ দিনের পরিকল্পনা গ্রহণ করা হবে। দেশকে বায়ু দূষণ মুক্ত করা হবে। শিক্ষামন্ত্রী বলেছেন, নতুন কারিকুলাম বা শিক্ষাক্রমের আওতায় মূল্যায়ন পদ্ধতিতে কোনো দুর্বলতা বা সমস্যা ধরা পড়লে তা সমাধান করা হবে।