দায়িত্ব পালনে কোনো বিতর্ক সৃষ্টি বা তদবির গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করে দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। গতকাল রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময় সভায় পরিবেশমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করে ১০০ দিনের কর্মপরিকল্পনা করে বাস্তবায়ন করা হবে। বায়ুদূষণ, শব্দদূষণ, পানিদূষণ, প্লাস্টিক-পলিথিন দূষণ এবং পাহাড় কর্তন রোধে স্টেকহোল্ডারদের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আওয়ামী লীগের নির্বাচনী