পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় সাবের হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ঢাকা-৯ সংসদীয় আসনের সর্বস্তরের জনগণ। গতকাল শনিবার খিলগাঁও থানার সবুজমতি ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই আসন থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানায় এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান। ঢাকা মহানগরীর সবুজবাগ ও খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়ন, দক্ষিণগাঁও ইউনিয়ন, মাণ্ডা ইউনিয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৯ আসনটি। এই আসনে টানা চারবার এমপি নির্বাচিত হন সাবের হোসেন চৌধুরী। দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পর সাবের চৌধুরী এখন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার এই অর্জনে সংসদীয় আসনের বাসিন্দারা এলাকার আরো উন্নয়নের স্বপ্ন পূরণে আশায় বুক বেঁধেছেন। অনুষ্ঠানে মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে অভিনন্দন জানায় খিলগাঁও থানা দেবমন্দির কমিটি, মানিক নগর মডেল হাইস্কুল, খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব মাদারটেক শরীফবাগ জামে মসজিদ পরিচালনা কামিটি, খিলগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগ, শাহাজানপুর থানার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, খিলগাঁও তলতলা মার্কেট বণিক সমিতি, খিলগাঁও নাসিরাবাদ আবাসন সোসাইটি, জাতীয়করণ প্রত্যাশী মহাজোট, ভাইগদিয়াবাসী ও এফআইডিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন।