নির্বাচনে বিজয়ের পর প্রাথমিকভাবে ৩১ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী। অনেকে বাদ পড়েছেন, যুক্ত হয়েছেন অনেকে। টিকে গেছেন বেশ কয়েকজন। আপাতত মন্ত্রিসভা ৩১ সদস্যের হলেও শীঘ্রই বাড়তে পারে এর কলেবর। গত মন্ত্রিসভার সদস্য ছিল ৪৮ জন। এর মধ্যে মন্ত্রী ছিলেন ২৫ জন, প্রতিমন্ত্রী ১৯ জন, উপমন্ত্রী ৩ জন। এবার মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১১ জন। কোনো উপমন্ত্রী নিয়োগ দেওয়া হয়নি। মন্ত্রিসভা ঘোষণা করার পর সর্বসাধারণের আলোচনার প্রথম বিষয়বস্তু ছিল ‘কেমন হয়েছে নতুন মন্ত্রিসভা।’