স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেটে যাওয়ার আগে থেকেই সবার মনে একটি বিশ্বাস জন্ম নিয়েছিল যে এই দলটি শিরোপা জেতার যোগ্যতা রাখে। কারণ বিশ্বকাপের আগে ৩০টি যুব ওয়ানডে খেলেছে দলটি একসঙ্গে এবং সংঘবদ্ধ হয়ে উঠেছে। এর মধ্যে বেশিরভাগ ম্যাচই দেশের বাইরে খেলা দলটির জয়ের পাল্লাই ভারি। তবে শিরোপা আসেনি ইংল্যান্ডে হওয়া ত্রিদেশীয় সিরিজে ও শ্রীলঙ্কায় হওয়া যুব এশিয়া কাপে। ফাইনালে গিয়ে হেরেছে আকবর আলীর দল। তবে বিশ্বকাপে গিয়ে আর আক্ষেপ সঙ্গী হয়নি, ৪ বারের শিরোপাধারী ও গত আসরের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। দেশের ক্রিকেট ইতিহাসে এটাই সর্বোচ্চ সাফল্য। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর আরেকটি শিরোপা যা সবচেয়ে দামী। কারণ এটি বিশ্বকাপ। তাই আকবর আলীদের নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন বাংলাদেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজরা।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ