দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যরা ১১ জানুয়ারি শপথ নেওয়ার পর ১৪ জানুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করেন। রোববার (২১ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার এক সপ্তাহ পূর্ণ হয়েছে। এই সময়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি কর্মকর্তা কর্মচারিদের সঙ্গে পরিচিত হওয়া, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের কাছ থেকে সংবর্ধনা গ্রহণ এবং কর্মপরিকল্পনা তৈরিতেই ব্যস্ত ছিলেন বলে মন্ত্রণালয়ের সংস্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। দায়িত্ব গ্রহণের দিন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মন্ত্রণালয়ের অধিনস্থ সংস্থা ও দপ্তর প্রধানদের সঙ্গে বৈঠক করে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে জেনেছেন। পরের দিন সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন তারা। তবে করোনা পজেটিভ হওয়ায় প্রথম বৈঠকে অংশ নিতে পারেননি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী। বর্তমানে তিনি করোনা নেগেটিভ হয়েছেন বলে জানা গেছে।