পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সুস্থভাবে বাঁচতে হলে ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিনের পণ্যের ব্যবহার বন্ধ করতে হবে। পলিথিন ব্যাগের পরিবর্তে সকলকে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। আজ বুধবার (২০ মার্চ) পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডস্থ, পূর্ব বাসাবো, প্রিন্স গার্ডেন কন্সট্রাকশন মাঠে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) বিতরণকালে এসব কথা বলেন তিনি। সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।