রোববার (৩১ মার্চ) সচিবালয়ে নিজ কার্যালয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন। অপরাধীদের জন্য প্রতিবেশী দেশগুলোর তুলনায় কঠোর শাস্তি বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করে মন্ত্রী বলেন, বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটকে শক্তিশালী করা হবে। বন্যপ্রাণী রক্ষার গুরুত্ব তুলে ধরে সাবের হোসেন বলেন, সুন্দরবন সংরক্ষণে বাঘ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। বন্যপ্রাণী পাচারকারীদের জন্য ট্রানজিট পয়েন্ট এবং অভ্যন্তরীণ বাজার হিসেবে বাংলাদেশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বেআইনি কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ